
মাঠ সংস্কারেই দায়িত্ব শেষ বাফুফের, নেই প্রচারণা
প্রকাশ: ২৪ মে ২৩ । ২০:০০ | আপডেট: ২৪ মে ২৩ । ২০:০০
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। ছবি: ফাইল
ঘরোয়া ফুটবল প্রতিযোগিতার জন্য আছে বাফুফে পেশাদার লিগ কমিটি। প্রতিটি মৌসুমে ভেন্যু চূড়ান্ত করাসহ নানা কাজ করে থাকে তারা। এর মধ্যে ক্লাবগুলোক মাঠ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের।
শুধু ভেন্যু চূড়ান্ত করেই নয়, খেলার উপযোগী করতে যা যা করা দরকার তা করার দায়িত্ব লিগ কমিটির। মাঠ সংস্কার করে ক্লাবগুলোকে বুঝিয়ে দিলেও সংস্কারের অর্থ নিজেদের ফান্ড থেকে ব্যয় করতে হয় না তাদের। পৃষ্ঠপোষকদের কাছ থেকে যে অর্থ আসে, তার থেকে ২০ থেকে ২৫ লাখ টাকা পার্টিসিপেশন মানি হিসেবে ক্লাবগুলোকে দেওয়ার কথা।
বেশিরভাগ সময়ই এক মৌসুমের অংশগ্রহণ ফি পরের মৌসুমে দিয়ে থাকে লিগ কমিটি। আর মাঠ সংস্কারের টাকাটা তারা ক্লাবগুলোর পার্টিসিপেশন মানি থেকে কর্তন করে নেয়। প্রচারণার দায়িত্বটা কাঁধে তুলে দেয় ক্লাবগুলোর ওপর। যেসব ক্লাবের হোম ভেন্যু, সেসব ক্লাব মাঠে দর্শক ফেরানোর জন্য কোনো উদ্যোগ নেয় কিনা, তা নিয়ে তদারকি করে না ফেডারেশন। শুধু মাঠ সংস্কার করেই দায়িত্ব শেষ বাফুফের।
ফেডারেশন কাপ কিংবা স্বাধীনতা কাপ; টুর্নামেন্টগুলোতে দর্শকদের জন্য আলাদা টিকিটের ব্যবস্থা করে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ প্রতিযোগিতাগুলোর আগে টিকিটের মূল্যও নির্ধারণ করে দেয় বাফুফে। কিন্তু প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যাচের টিকিট নেই! বিষয়টি আশ্চর্যজনক হলেও সত্য।
বাফুফে থেকে বলে দেওয়া হয়েছে দর্শক মাঠে ফেরানো এবং অন্য বিষয়গুলো দেখবে হোম ভেন্যুর ক্লাবগুলো। কিন্তু এবারের লিগে কোনো ম্যাচেই টিকিটের ব্যবস্থা করেনি স্বাগতিক ক্লাবগুলো। তাদের কথা, টিকিট ছাপানোর দায়িত্ব নাকি বাফুফের।
এ প্রসঙ্গে জানতে চাইলে কমপিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বলেন, ‘টিকিট ছাপানোর বিষয়গুলো হোম ক্লাবের। আর এগুলো দেখভাল করে মার্কেটিং বিভাগ।’ টিকিট ছাপানো হয়েছে কিনা, তা জানতে বাফুফে মার্কেটিং বিভাগের প্রধান এ টি এম তারেককে ফোন দিলে, অসুস্থতার কারণ দেখিয়ে এ ব্যাপারে কথা বলতে চাননি।
প্রিমিয়ার লিগে যে কিছু সংখ্যক দর্শক মাঠে আসেন, তা আবাহনী, মোহামেডান, বসুন্ধরা, ফর্টিস এফসির মতো ক্লাবগুলোর উদ্যোগের কারণে। বাকি ক্লাবগুলো দর্শক ফেরানোর জন্য সেই অর্থে কাজ করছে না। অন্তত ম্যাচের আগের দিন শহরজুড়ে মাইকিংয়ের ব্যবস্থাটুকুতো তারা করতে পারেন। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারেন। এর জন্য খুব বেশী কি অর্থের প্রয়োজন?
যদিও আর্থিক সংকটকে দায়ী করেছেন বেশ কয়েকটি ক্লাবের কর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাবের কর্মকর্তা, ‘ফুটবলের যে অবস্থা, এখন টিকিট দিলে তো আরও দর্শক আসবে না। কারণ হলো ফুটবল ফেডারেশন থেকে অনেক মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। যদি ফেডারেশন থেকে কিছু প্রণোদনা দেওয়া হয়, তাহলে প্রতিটি ক্লাব দর্শকদের আনতে উদ্যোগ নেবে। অন্তত টি-শার্টের ব্যবস্থা করলেও দর্শকরা মাঠমুখী হবে।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com