
সিআইপি নির্বাচিত হওয়ায় এম. আমানউল্লাহকে অভিনন্দন জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক
প্রকাশ: ২৬ মে ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
--

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং আমান গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা এম. আমানউল্লাহ রপ্তানি বাণিজ্যে অবদান রাখায় বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান মোরশেদ আলমের নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাঁকে অভিনন্দন জানায়।
উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালক আকরাম হোসেন, মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্যাংকের এমডি মো. কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com