
সিটি কপোরেশন নির্বাচন
খুলনায় প্রতীক পেলেন চার মেয়র প্রার্থী
প্রকাশ: ২৬ মে ২৩ । ১১:৫৫ | আপডেট: ২৬ মে ২৩ । ১১:৫৫
খুলনা ব্যুরো

রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
খুলনা সিটি কপোরেশন নির্বাচনের চার মেয়র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন তাঁর সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু লাঙল ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বেলা ১১টা থেকে শুরু হয় সাধারণ ৩১টি ওয়ার্ডের ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দের কাজ। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, প্রচারের ক্ষেত্রে প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন কিনা তা মনিটরিং করার জন্য শুক্রবার থেকে মাঠে কাজ করবেন ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তারাও বিষয়টি মনিটরিং করবেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com