শালিস বৈঠক শেষে বাড়ি ফেরার পথে আ'লীগ নেতাকে গুলি

প্রকাশ: ২৬ মে ২৩ । ১৫:৩৫ | আপডেট: ২৬ মে ২৩ । ১৫:৩৫

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা - সমকাল

নোয়াখালীতে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক সহ-সভাপতি হাজী মো. দুলাল (৪৭) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাংলাবাজারের পূর্ব পাশে জসিম চেয়ারম্যানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শুক্রবার সকাল ১০টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এমনকি কে বা কারা তার ওপর গুলি চালিয়েছেন তাও শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন।

আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব জানান, গতকাল সন্ধ্যার দিকে ইউপি চেয়ারম্যান জসিমের বাড়িতে একটি সালিশ করতে যান দুলাল মেম্বার। সালিশ শেষে তিনি মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। মোটরসাইকেলটি জসিম চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় দুলালের পিঠের বাম পাশে এবং ডান হাতে গুলি লাগে।

দুলাল মেম্বারের ছেলে মাদ্রাসাছাত্র আব্দুল আজিজের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তার বাবাকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছিল।

আব্দুল আজিজ জানান, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত তার বাবার জ্ঞান ফেরেনি। তিনি হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, বিষয়টি শুনেছি। রাজনৈতিক নাকি অন্য কোনো কারণে তার ওপর হামলা করা হয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করার দাবি জানাচ্ছি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টা ৫৫ মিনিটের দিকে দুলাল নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার বুকে ও হাতে গুলির চিহ্ন পাওয়া গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সুধারাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে এ ঘটনার কোনো ক্লু উদঘাটন সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com