
হঠাৎ ফুটবল ছাড়ার ঘোষণা সাফজয়ী স্বপ্নার
প্রকাশ: ২৬ মে ২৩ । ১৫:৫০ | আপডেট: ২৬ মে ২৩ । ১৬:০১
ক্রীড়া প্রতিবেদক

সিরাত জাহান স্বপ্না
মাত্র ২২ বছর বয়সেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন জাতীয় দলের অন্যতম সেরা তারকা সিরাত জাহান স্বপ্না। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সাফজয়ী এই ফুটবলার।
অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে ফেসবুকে স্বপ্না লেখেন, 'আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি।'
স্বপ্না আরও লেখেন, 'খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।'
স্বপ্না গত বছর নেপালে সাফজয়ী দলের সদস্য। টুর্নামেন্টে চারটি গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন। যদিও ইনজুরির কারণে ফাইনাল খেলতে পারেননি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com