আগুন নিয়ে খেলছে সরকার: রিজভী

প্রকাশ: ২৬ মে ২৩ । ২২:৪৯ | আপডেট: ২৭ মে ২৩ । ০৯:৩৭

সমকাল প্রতিবেদক

যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জনসমাবেশে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী। ছবি-সমকাল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারাদেশে হামলা-মামলা করে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের রক্তাক্ত করছে, ঘরছাড়া করছে। কিন্তু এভাবে বেশিদিন চলবে না। তারা আগুন নিয়ে খেলছে। এই আগুনেই পুড়ে ছারখার হবে আওয়ামী লীগ।

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন। 

আন্দোলন দমানো নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ওবায়দুল কাদের মাঠে নেমে বিএনপির হাত-পা ভেঙ্গে দেওয়ার কথা বলেছেন। সেজন্যই তারা ঢাকার কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় ক্যাডার দিয়ে হামলা চালিয়েছে। তারা ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর মাথা ফাটিয়েছ। আসলে তাদের উদ্দেশ্য শুধু হাত-পা নয়; বিএনপি ও বিরোধীদল শূন্য করা, যাতে তাদের পদত্যাগের আওয়াজ না ওঠে। তারা নিপীড়ন-নির্যাতন করে গলার কণ্ঠস্বর স্তব্ধ করতে চায়। তাদের উদ্দেশ্যে অমানবিক। 

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহানগর দক্ষিণ বিএনপির তানভীর আহমেদ রবিন, আ ন ম সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, ইসহাক সরকার, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com