বর্তমান মন্ত্রিপরিষদ দুর্নীতিতে ভর্তি, বললেন জাপার এমপি

প্রকাশ: ২৬ মে ২৩ । ২৩:৫৯ | আপডেট: ২৬ মে ২৩ । ২৩:৫৯

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

বর্তমান সরকারের মন্ত্রিপরিষদ দুর্নীতিতে ভর্তি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের এমপি ফখরুল ইমাম। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ভিসানীতি দিয়েছে ভোট চুরি বন্ধে। কিন্তু জনগণ তো ভোট চুরি করে না। ভোট চুরি করে যাঁরা ভোটের দায়িত্বে থাকেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ি ইউনিয়নে দলীয় সভায় এসব কথা বলেন ফখরুল ইমাম। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার অর্থ অনেক। ভিসা না দিলে দেশটির সঙ্গে সংযুক্ত অন্যান্য দেশও ভিসা দেবে না, সাহায্য করবে না।’

২০১৪ সালে বিনাভোটে ও ২০১৮ সালে প্রতিদ্বন্দ্বিহীন নির্বাচনে এমপি হন ফখরুল ইমাম। তিনি প্রথম এমপি হন ১৯৮৮ সালে, সেটি জাতীয় পার্টি একতরফাভাবে করেছিল। সরকারের সমালোচনা করে ফখরুল ইমাম বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ খুব অসুবিধায় আছে। অথচ সরকারের নজর কম। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। কিন্তু বিদ্যুৎ উৎপাদনে তেল-কয়লা কেনার পয়সা নেই। ডলার সংকটে আমদানি করা যাচ্ছে না। এ পরিস্থিতির জন্য তো আমরা (জাতীয় পার্টি) জোট করিনি। তবুও আমরা আশাবাদী এ সরকার সুষ্ঠু একটা নির্বাচন দেবে এবং তার মাধ্যমে পরবর্তী সরকার দেখতে পাবে জনগণ।’

তিনি বলেন, ‘সরকার দেশের অনেক উন্নতি করেছে, স্বীকার করি। কিন্তু দুর্নীতি থামাতে পারেনি।’ জাপা এবার কারও সঙ্গে জোট করলে জনসাধারণের কথা চিন্তা করে করবে বলেও জানান ফখরুল ইমাম।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com