যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বিরোধী দলের দাবি শক্তিশালী করেছে: নুর

প্রকাশ: ২৭ মে ২৩ । ০০:৫৮ | আপডেট: ২৭ মে ২৩ । ১১:২১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

নুরুল হক নুর- ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বিরোধী দলগুলোর চলমান নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিকে আরও শক্তিশালী করেছে। আমরা যুক্তরাষ্ট্রসহ সব বন্ধুপ্রতিম দেশকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে পাশে চাই। সরকারকে বলব, বিরোধী দলের চলমান আন্দোলনে হামলা-মামলা, হয়রানি বন্ধ করে অনতিবিলম্বে সংকট উত্তরণে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসুন।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে পদযাত্রা নিয়ে পল্টন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে নুর বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করতে এলে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আসবে। এরই মধ্যে তাঁরা তা আঁচ করতে পেরে বিরোধী দলের নেতাকর্মীকে রক্তাক্ত করছেন। জনগণকে দলীয় সরকারের অধীনে শুধু ভোট বর্জনই নয়, ভুয়া নির্বাচন ঠেকাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, আরও অনেক দেশ সুষ্ঠু নির্বাচনের জন্য এ সরকারের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আহমাদ ইসমাঈল বন্ধন ও উত্তরের সদস্য সচিব জিয়াউর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল মালেক ফরাজি, উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com