উপজেলা পর্যায়ে সিপিবির বিক্ষোভ কর্মসূচি শুরু আজ

প্রকাশ: ২৭ মে ২৩ । ০৯:০৭ | আপডেট: ২৭ মে ২৩ । ০৯:০৭

সমকাল প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শনিবার থেকে উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী সমাবেশ, বিক্ষোভ ও পদযাত্রা করবে।

ভোটাধিকার প্রতিষ্ঠা, খাদ্যপণ্য ও বিদ্যুৎ-গ্যাসের দাম কমানো, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু এবং দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে এই কর্মসূচি সোমবার পর্যন্ত চলবে।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচি সফল করতে নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com