টঙ্গীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আহত ১০

প্রকাশ: ২৭ মে ২৩ । ১২:০৪ | আপডেট: ২৭ মে ২৩ । ১২:০৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গী ৫৩ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হেলাল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শুক্রবার রাতে টঙ্গীর বড় দেওড়া আদর্শপাড়া পুরাতন মসজিদ এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

স্থানীয়রা জানান, ৫৩নং ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর সোলেমান হায়দারের সমর্থকরা শুক্রবার সন্ধ্যায় বড় দেওড়া আদর্শপাড়া এলাকায় গেলে পরাজিত কাউন্সিলর প্রার্থী সেলিম হোসেনের সমর্থক আলমাসের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় সোলেমান হায়দারের সমর্থকরা আলমাসকে মারধর করেন। পরাজিত কাউন্সিলরের অন্য সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত হলে তাদেরও মারধর ক‌রা হয়। পরে পরাজিত কাউন্সিলর সেলিম হোসেন ও তার সমর্থক মামুন, হারুন ও মানিকসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সোলেমান হায়দারের সমর্থকদের উপর হামলা চালান। এসময় সাদিম, আদিম, ঝলক, বিজয় ও আরিফ আহত হন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, রা‌তেই দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com