
ভিনির সমর্থনে দুই দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল
প্রকাশ: ২৭ মে ২৩ । ১২:১৭ | আপডেট: ২৭ মে ২৩ । ১২:১৭
স্পোর্টস ডেস্ক

লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র বর্ণবাদের শিকার হওয়ায় ফুটবল বিশ্ব ফুঁসছে। ভিনির দেশ ব্রাজিলে তো তোলপাড় পড়ে গেছে। ব্রাজিলের বিভিন্ন ফুটবল ক্লাব তো বটেই, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলগুলো এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
ফেনোমেনন রোনালদো থেকে শুরু করে নেইমাররা এ লড়াইয়ে তার পাশে দাঁড়িয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাও এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। ভিনির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খোদ ফিফা সভাপতিও।
এবার আরও বড় উদ্যোগ নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিকে সমর্থন দেওয়ার লক্ষ্যে দুটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী ১৭ জুন বার্সেলোনায় প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ গিনি এবং ৩ দিন পর লিসবনে দ্বিতীয় ম্যাচে সেলেকাওরা খেলবে সেনেগালের বিপক্ষে।
দুই আফ্রিকান দেশের সঙ্গেই শুধু নয়, ব্রাজিল তাদের ঘরোয়া লিগ ম্যাচগুলোতেও বর্ণবাদ বিরোধী প্রচারণার কাজ শুরু করতে যাচ্ছে। 'বর্ণবাদ নিয়ে কোনো ফুটবল ম্যাচ হবে না'- এই স্লোগানে শুরু হচ্ছে ব্রাজিলের এই প্রচারণা। এর আগে ২০২২ সালেও ব্রাজিল ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি এডনাল্ডো রদ্রিগেজের অধীনে বর্ণবাদ বিরোধী প্রচারণা শুরু হয়েছিলো। এবার সেই কর্মসূচিকে শুধু আরেকটু বড় করা হচ্ছে।
ইতোমধ্যে ভিনিসিয়াসের সঙ্গে এই ম্যাচ দুটি নিয়ে আলাপ করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। ইএসপিএন জানিয়েছে, ভিনিসিয়াস সিবিএফের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com