
আমেরিকার নতুন ভিসা নীতি দুঃখজনক: মোস্তাফিজুর রহমান
প্রকাশ: ২৭ মে ২৩ । ১৩:৫০ | আপডেট: ২৭ মে ২৩ । ১৫:০০
সমকাল প্রতিবেদক

অধ্যাপক মোস্তাফিজুর রহমান। ছবি-সংগৃহীত
বাংলাদেশ নিয়ে আমেরিকার নতুন ভিসা নীতিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় বিষয়টিকে সাবধানতার সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে স্টট অব দ্য বাংলাদেশ ইকনোমি শীর্ষক সভায় এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, আমেরিকাই একমাত্র বাজার যেখানে শুল্ক দিয়েও প্রতিযোগিতায় সক্ষম। ২০২৬ কিংবা ২০২৯ এর পরে ইউরোপ, কানাডা বা ভারতের বাজারে শূন্য শুল্কের সুবিধাটা থাকছে না। কিন্তু মার্কিন বাজারে শুল্ক দিয়ে ঢুকেও প্রতিযোগিতায় সক্ষম। এই বাজারটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে জন্য এই বিষয়টি সাবধানতার সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, 'তারা (আমেরিকা) এটাকে সুষ্ঠু, গণতান্ত্রিক ও ভালো নির্বাচনের সঙ্গে সংযুক্ত করে ভিসার বিষয়টি এনেছে। একজন নাগরিক হিসেবে আমি মনে করি এটা আমাদের জন্য খুবই অপমানজনক।'
মোস্তাফিজুর রহমান বলেন, 'আমাদের নিজেদের জন্যও সুষ্ঠু নির্বাচন করা উচিত। শর্ত দিয়ে ভালো নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, জাতি হিসেবে ও নাগরিক হিসেবে এটা খুবই দুঃখজনক। এটার অনুধাবনটা সব রাজনৈতিক দলেরই থাকবে বলে আশা করি।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com