
লাকড়ি ঘরে দুই বন্ধুর মরদেহ উদ্ধার
প্রকাশ: ২৭ মে ২৩ । ১৬:২৯ | আপডেট: ২৭ মে ২৩ । ১৬:২৯
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

ঘটনাস্থলে গ্রামবাসীর ভিড়
মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টায় ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর লেবুতলায় একটি লাকড়ির ঘরে মরদেহ দুটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। এলাকাবাসীর ধারণা- বজ্রপাতের সময় অটোরিকশা থামিয়ে তারা এই লাকড়ির ঘরে আশ্রয় নিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
তারা হলেন, লৌহজং উপজেলার কনকসা বাজারের বটতলা এলাকার মোসলেম সরদারের ছেলে মো. জুম্মন সরদার (৪৫) ও একই এলাকার শাহজাহানের ছেলে কাউসার (৪৬)। জুম্মন সরদার পেশায় অটোরিকশা চালক, কাউসার মাছ ব্যবসায়ী। তারা দুজন বন্ধু।
ইছাপুরা ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আহসান কবির শিশির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’জনই ঘটনাস্থলে মারা গেছেন। এ তথ্য পুলিশকে জানানো হয়েছে।
সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, বজ্রপাতে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুরে দু’জন মারা গেছেন। মরদেহ শনাক্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com