
বৃষ্টির মধ্যেও রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ-মিছিল
প্রকাশ: ২৭ মে ২৩ । ১৬:৩৩ | আপডেট: ২৭ মে ২৩ । ১৬:৩৮
সমকাল প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সমকাল
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপিনেতার হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগের ডাকা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি উপেক্ষা করেও জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মধ্য বাড্ডার লুৎফর টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরই মধ্যে বিশেষ অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত হয়েছেন। এ সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com