ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

প্রমার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন

প্রমার প্রতিষ্ঠাবার্ষিকীতে  বর্ণিল আয়োজন

প্রমা আবৃত্তি সংগঠনের অনুষ্ঠানে আবৃত্তি করছেন একদল শিল্পী সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ২২:৩৫

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো প্রমা আবৃত্তি সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। নগরের থিয়েটার ইনস্টিটিউটে শুক্রবার বেলা ১১টায় শুরু হয় দিনব্যাপী আয়োজন। শিশু-কিশোরসহ নাটক, গান, আবৃত্তি অঙ্গনের বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে বর্ণিল হয়ে উঠে অনুষ্ঠান।
আবৃত্তি ও গানের পাশাপাশি স্মৃতিচারণে মুখর হয়ে উঠে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রমার সভাপতি রাশেদ হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি কংকন দাশ এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।
দলের নতুন-পুরোনো সদস্যের সঙ্গে শিল্পের নানা অঙ্গনে বিশিষ্টজনরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পুরো আয়োজনে নানা পর্বে অংশ নেন কবি আবুল মোমেন, শিক্ষাবিদ রীতা দত্ত, নাট্যজন শিশির দত্ত, আহমেদ ইকবাল হায়দার, অধ্যাপক ম সাইফুল আলম চৌধুরী, অধ্যাপক সনজীব বড়ুয়া, সংগীতশিল্পী জয়ন্তী লালা, শীলা মোমেন, কাবেরী সেনগুপ্ত, শাহরিয়ার খালেদ, দীপেন চৌধুরী, ইমরান ফারুকী, কবি বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, উৎপল কান্তি বড়ুয়া, আকতার হোসাইন, কবি অধ্যাপক হোসাইন কবির, কবি ইউসুফ মুহম্মদ, আবৃত্তি শিল্পী মিশফাক রাসেল, দেবাশীষ রুদ্র, সেলিম রেজা সাগর, সংগীত শিল্পী ড. অনিমেষ চক্রবর্তী, যন্ত্রসংগীত শিল্পী প্রবীর দত্ত সাজু, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী সবুজ। 
খেলাঘর চট্টগ্রাম মহানগরের কবি আশীষ সেন, কবি মনিরুল মনির, নাট্যজন অসীম দাশ, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, নাট্যজন মনসুর মাসুদ, সুচরিত দাশ খোকন, সুচরিত টিংকু, সুশোভন চৌধুরী, মোহাম্মদ আলী টিটু, নাট্যজন মনির হেলাল, নাট্যজন সুমন বড়ুয়া, আবৃত্তি শিল্পী এহতেশামুল হক, তারুণ্যের উচ্ছ্বাসের মিটু তলা পাত্র, সাংস্কৃতিক সংগঠক হাবিব বিপ্লব, উদীচী চট্টগ্রামের শীলা দাশ গুপ্ত।
এতে দলীয় আবৃত্তি পরিবেশন করে নরেন আবৃত্তি একাডেমি। একসঙ্গে দলীয় আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি শিল্পীরা। গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তি শিল্পী রাশেদ হাসান। প্রমার শিশু শিল্পীরারা আবৃত্তি পরিবেশন করে। গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন নিশিতা চৌধুরী। প্রমার শিল্পী জেরিন মিলি ও এটিএম সাইফুর রহমানের সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন অনিমেষ চক্রবর্তী, সাবিনা ইয়াসমিন সাথী, সৈয়দা হুজ্জাতুন নূর আকা, লিটন নন্দী। 

whatsapp follow image

আরও পড়ুন

×