ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

শেষ হাসি কার, জানা যাবে আজ

শেষ হাসি কার, জানা  যাবে আজ

এ জেড এম ফাউন্ডেশন সন্দ্বীপ ক্রিকেট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে জমজমাট নৃত্য সমকাল

 সারোয়ার সুমন

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৩:৩০

সন্দ্বীপের ক্রিকেটকে নতুন রূপে সাজাতে এবং নবীন ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে এক্স ক্রিকেটার্স  অ্যাসোসিয়েশন অব সন্দ্বীপ গত চার বছর ধরে আয়োজন করে আসছে সন্দ্বীপ ক্রিকেট ফেস্ট। চতুর্থবারের মতো এবার তারা আয়োজন করেছে এ জেড এম ফাউন্ডেশন সন্দ্বীপ ক্রিকেট ফেস্ট। প্রতিবারের মতো এবারও সন্দ্বীপ পাবলিক হাই স্কুল মাঠে আয়োজন করা হয়েছে এই ফেস্টিভ্যাল। জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ফেস্টিভ্যাল শুরু হয়েছে গত ১২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় । উদ্বোধন করেছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। বরাবরের মতো এবারও টুর্নামেন্টে অংশ নিয়েছে আটটি দল। দিবারাত্রি তিন দিনের এ টুর্নামেন্টে আজ শেষ হবে। আজ অনুষ্ঠিত হবে জমজমাট ফাইনাল খেলা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে কনসার্টে রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাব্বির জামানের গান।
উদ্বোধকের বক্তব্যে রিগ্যান চাকমা বলেন, ‘সন্দ্বীপের মতো এমন জনপদে এই রকম ক্রিকেট ফেস্টের আয়োজন আমার দৃষ্টিতে বিরল আয়োজন। এ রকম আয়োজনের মধ্য দিয়ে এই জনপদ থেকে নতুন ক্রিকেটারদের জন্ম হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তারা অবদান রাখতে সক্ষম হবে। সন্দ্বীপের ক্রিকেটের উন্নয়নের জন্য সকল প্রকার সহযোগিতা করতে চাই আমি।’
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ডিজিটাল পর্দায় প্রদর্শন করা হয় ফেস্টিভ্যালকে ঘিরে জাতীয় ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু, জাভেদ ওমর বেলিম, জনপ্রিয় অভিনয়শিল্পী খায়রুল আলম সবুজ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া, জামিল হোসেন, ফেস্টিভ্যালের প্রধান পৃষ্ঠপোষক, কোস্পন্সর এবং টিম মালিকদের শুভেচ্ছা বক্তব্য।
অনুষ্ঠান শেষে এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব সন্দ্বীপের অ্যাডমিন প্যানেলের সদস্য অভিনেতা সুজাত শিমুলের লেখা ও সুরে সন্দ্বীপ ক্রিকেট ফেস্টের থিম সং পরিবেশিত হয়। এতে কোরিওগ্রাফিতে অংশ নেয় সন্দ্বীপ পাবলিক হাইস্কুলের একদল শিশুশিক্ষার্থী। এ ছাড়া তারা পরিবেশন করে পরপর চারটি দেশের গানের কোরিওগ্রাফি। কোরিওগ্রাফিতে সার্বিক সহযোগিতা করেন সন্দ্বীপ পাবলিক হাইস্কুলের শিক্ষকরা। সব শেষে আতশবাজির রঙিন আলোয় আকাশ আলোকিত হয়, শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।

আরও পড়ুন

×