মাইজভাণ্ডারী একাডেমির শিশু-কিশোর সমাবেশ
মেধা বিকাশের মেলায় ৪ হাজার শিশুর কোলাহল
মাইজভাণ্ডারী একাডেমির সপ্তদশ শিশু-কিশোর সমাবেশ উদ্বোধন করেন অতিথিরা সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ২৩:০১
চার হাজার শিশুর অংশগ্রহণে সম্পন্ন হলো মাইজভাণ্ডারী একাডেমির সপ্তদশ শিশু-কিশোর সমাবেশ। ক্বিরাত, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ফটোগ্রাফি, চিত্রাংকন, আইডিয়া হান্ট, সুফি অলিম্পিয়াড, মাইজভাণ্ডারী সংগীত, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীতসহ ১৯টি বিষয়ে শিশু-কিশোররা তাদের মেধার স্বাক্ষর রাখে।
শুক্রবার সকালে নগরীর নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যায়ের (সিভাসু) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর ১১৯তম বার্ষিক ওরস উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে।
অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘যে কোনো জাতি যদি সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চায় তবে শিক্ষার কোনো বিকল্প নেই। মানুষ যেমন মেরুদণ্ড ছাড়া দাঁড়াতে পারে না একইভাবে শিক্ষা ছাড়াও কোনো জাতি এগিয়ে যেতে পারবে না। শিক্ষা তখনই পরিপূর্ণ হবে যখন এর সঙ্গে অন্য উপকরণগুলো যুক্ত থাকবে। যেমন শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, এক্সট্রা কারিকুলামে যুক্ত থাকতে হবে। সে হিসেবে মাইজভাণ্ডারী একাডেমির এই আয়োজন জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আয়োজন।’
সপ্তদশ শিশু-কিশোর সমাবেশের প্রধান সমন্বয়ক এইচএম রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। অতিথি ছিলেন ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন, মাইজভাণ্ডারী একাডেমির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
শিশু-কিশোর সমাবেশের সমন্বয়ক আরেফিন রিয়াদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন– মাকসুদুর রহমান হাসনু, নুরুল করিম নুরু, সমন্বয়ক এইচ আর মেহবুব জিকো, আবুল মনছুর, আশরাফুজ্জামন, ওসি মোহাম্মদ মঈন উদ্দীন, আশরাফ উদ্দিন সিদ্দিকী, বিপ্লব দে, মেজবাহ উদ্দিন, তানভীর হোসাইন, তাজকিয়ার সভাপতি ডা. কৌসিক সাইমন শুভ প্রমুখ।
- বিষয় :
- উৎসব পালন