কর্ণফুলী নদীর কোলে কার্গিলের বনভোজন
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের বনভোজনে অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা - সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ২১:৪১
আয়োজনের সঙ্গে জড়িত সবার চোখেমুখে পরিতৃপ্তির ছোঁয়া। কারণ দীর্ঘ পরিকল্পনা ও শ্রমের বিনিময়ে ২২তম ‘কার্গিল বনভোজন’ চট্টগ্রাম পর্বের সফল সমাপ্তি। সন্দ্বীপের কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে ছিল এই আয়োজন। গত ৪ জানুয়ারি কর্ণফুলীর তীরে শীতল হাওয়ায় চট্টগ্রাম বোট ক্লাবে সম্পন্ন হয় এই অনুষ্ঠান।
এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মনিরুল আলম। প্রথম পর্ব সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মো. সুজাউদ্দৌলা সুজন, দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং র্যাফেল ড্র পরিচালনা করেন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহবায়ক সাইফুর রহমান লিংকন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ ইশরাক জামান অর্নব। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরিষদের সভাপতি স্বাগত বক্তব্যে বিপুল উপস্থিতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। পরিষদের সহসভাপতি মোহাম্মদ আলী দীর্ঘ রোগভোগের পর আয়োজনে অংশগ্রহণ করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া জানান।
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সিরাজুদ্দৌলাসহ আগত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আয়োজনের নানা বিষয় উপস্থাপন করেন বনভোজন আয়োজন কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন। এরপর ক্রীড়া উপকমিটির আহ্বায়ক আকতার জামান শাহিনের তত্ত্বাবধানে শেষ হয় খেলাধুলার ইভেন্টগুলো। আবু ইউসুফের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে শুরু হয় আপ্যায়ন পর্ব।
এরই মাঝে আয়োজন কমিটির আহ্বায়ক সাইফুর রহমান লিংকনের উপস্থাপনায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট সংগীতশিল্পী অজয় চক্রবর্তীসহ অন্য শিল্পীরা সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন সবাইকে।
সাংস্কৃতিক পর্ব শেষ হওয়ার পর সাইফুর রহমান লিংকন আবারও মঞ্চে আসেন আকর্ষণীয় পর্ব পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্র পরিচালনায়। আয়োজনকে সফল করতে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তারা হলেন– ব্যাচ ৯১ (স্পনসর-শিন্নি পার্টি), ব্যাচ (স্পনসর-ক্রীড়া সামগ্রী ও পুরস্কার), পরিষদের উপদেষ্টা কানাই চক্রবর্তী (ব্যাচ-৭৭), উপদেষ্টা মোহাম্মদ আবদুল মতিন (ব্যাচ-৯৩), অর্থ সম্পাদক আনোয়ার হোসেন মিলন (ব্যাচ-৮৮), আপ্যায়ন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু ইউসুফ (ব্যাচ-৯৯), তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রিয়াদ (ব্যাচ-২০০৭), ডা. সাইফুল আজম সাজ্জাদ (ব্যাচ-৮৭), মো. মোকাম্মেল হোসেন আলম (ব্যাচ-৮৮),সাজ্জাদ হোসেন জুয়েল (ব্যাচ-৮৮), মোহাম্মদ সালাউদ্দিন (ব্যাচ-৮৯)।
আগামী ২৫ জানুয়ারি সন্দ্বীপে অনুষ্ঠিত হতে যাওয়া আয়োজনগুলোয় মিলিত হওয়ার প্রত্যাশা নিয়ে শেষ হয় প্রাণের আয়োজন।
- বিষয় :
- বনভোজন