ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

নিউইয়র্কে বাংলাদেশি যুবকের কারাদণ্ড

নিউইয়র্কে বাংলাদেশি যুবকের কারাদণ্ড

প্রতীকী ছবি

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১১:৩২ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ১১:৫৭

সন্ত্রাসী সংগঠন আইএসআইএস'র কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিউইয়র্কে এক বাংলাদেশি যুবকের ১৩ বছর জেল হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এই রায় দেন। এতে অভিযুক্ত আহমেদ পারভেজকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ইসলামী সন্ত্রাসী সংগঠন আইএসআইএস'র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আহমেদ পারভেজকে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) দীর্ঘদিন ধরে নজরে রেখেছিল। ২০১৭ সালে সৌদি আরব সফরকালে এফবিআই তাকে সেখানেও নজরদারিতে রাখে এবং আহমেদ পারভেজ সড়ক পথে মদিনা থেকে সিরিয়া যাওয়ার সময় এফবিআই সদস্যরা তাকে আটক করে। আটকের পর আহমেদ পারভেজকে এক সপ্তাহ পর সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্র ফেরত নিয়ে আসা হয়। এতদিন সে আটক ছিল। পরে মঙ্গলবার তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে ফেডারেল আদালত।

আহমেদ পারভেজের বাবার নাম আব্দুল হান্নান। সে পরিবারের সঙ্গে নিউইয়র্ক সিটির ওজনপার্কের ৯৭ স্ট্রিট ১০১ এভিনিউ এলাকায় বসবাস করত। তাদের গ্রামের বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কদমতলীতে।

whatsapp follow image

আরও পড়ুন

×