- প্রবাস
- কিশোর পর্যটকদের বিনামূল্যে ভ্রমণ ভিসা দেবে আরব আমিরাত
কিশোর পর্যটকদের বিনামূল্যে ভ্রমণ ভিসা দেবে আরব আমিরাত

কৃত্রিম সৌন্দর্যের দিক থেকে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাত। নিরাপত্তার দিক থেকেও এগিয়ে থাকা দেশটি এবার কিশোর পর্যটকদের উৎসাহিত করতে নতুন এক পদক্ষেপ নিয়েছে। অনূর্ধ্ব ১৮ বছর বয়সী সব পর্যটকের জন্যে বিনামূল্যে ভ্রমণ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
বুধবার দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড ন্যাশনালিটির (এফআইডিএ) এক বিবৃতিতে জানানো হয়, ১৮ বছরের কম বয়সী পর্যটকদের জন্যে বিনামূল্যে দেওয়া হবে ভ্রমণ ভিসা। এই ঘোষণাটি মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত হতে যাচ্ছে। ১৮ বছরের কম বয়সী সব পর্যটক প্রতি বছর ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে এ ভ্রমণ ভিসা পাবে।
আরও পড়ুন