ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

নিউইয়র্কে বাংলাদেশি মৃত্যু কমেছে

নিউইয়র্কে বাংলাদেশি মৃত্যু কমেছে

প্রতীকী ছবি

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ১০:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসে নিউইয়র্কে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা কমে আসছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন দু'জন পুরুষ ও এক নারী। এ নিয়ে নিউইয়র্কে গত ৩১ দিনে করোনায় প্রাণ গেল ১৪৩ বাংলাদেশির। নিউজার্সিতে ছয়, মিশিগানে পাঁচ, ভার্জিনিয়ায় দুই ও মেরিল্যান্ডে একজন নিয়ে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই মহামারিতে মারা গেছেন ১৫৭ বাংলাদেশি।

শুক্রবার নিউইয়র্কে নেত্রকোনা কমিউনিটি উপদেষ্টা বদরউদ্দিন আহমেদের স্ত্রী নাহিদ সুলতানা (৫৮) লং আইল্যান্ড জ্যুইশ হাসপাতালে মারা যান। একই হাসপাতালে শাহ আলম তালুকদার (৪৫) ও এলমাস্ট হাসপাতালে মারা গেছেন আব্দুল হক মুন্সী (৫৫)।

করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা মারা যাচ্ছেন নিউইয়র্কে। তাদের মধ্যে রয়েছেন চার চিকিৎসক, এক সাংবাদিক, ট্রাফিক পুলিশ এজেন্ট, আইটি প্রফেশনাল, জেএফকে এয়ারপোর্টের এক কর্মী, ফার্মাসিউটিক্যাল কোম্পানির দুই কর্মী, গ্রোসারির তিন বিক্রয়কর্মী ও বেশ ক'জন ট্যাপিচালক।

আক্রান্তদের মধ্যে রয়েছেন বহু চিকিৎসক, সাংবাদিক, সামাজিক-আঞ্চলিক সংগঠনের নেতারা, সাংস্কৃতিক কর্মী, হোটেল-রেস্তোরাঁ ও গ্রোসারির মালিক-কর্মচারীসহ সাধারণ প্রবাসীরা।

আরও পড়ুন

×