- প্রবাস
- ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান- সমকাল
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগেরির ম্যাকইওয়ান সেন্টারে বাংলাদেশি শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের ছাত্রছাত্রী, অ্যালামনাই ও শিক্ষকবৃন্দ। এ সময় মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা এবং সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আরবী, হিন্দি, ইংরেজিসহ অন্যান্য ভাষায় জনপ্রিয় বিভিন্ন উক্তি একই পোস্টারে লেখার মাধ্যমে এই দিনটিকে স্মরণ করেন এবং ইউনিভার্সিটি অব ক্যালগেরির শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যময়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, রাষ্ট্রভাষা বাংলা ছিল আমাদের অধিকার, বাংলা ভাষা আমাদের অহংকার। আমরা গর্বিত যে আজ এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালিত হচ্ছে। ভাষার জন্য প্রাণ দেওয়া পৃথিবীর ইতিহাসে এমন নজির বিরল।
ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
মন্তব্য করুন