- প্রবাস
- বঙ্গবন্ধুর ছবিযুক্ত স্মারক ডাকচিহ্ন প্রকাশ করছে যুক্তরাষ্ট্র
বঙ্গবন্ধুর ছবিযুক্ত স্মারক ডাকচিহ্ন প্রকাশ করছে যুক্তরাষ্ট্র

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ছবিযুক্ত ডাকচিহ্ন প্রকাশ করছে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ।
মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে স্থানীয় সময় বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ সকাল ১১টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিস থেকে এই স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হবে।
করোনা ভাইরাসের কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিদের সব আয়োজন স্থগিত করা হয়েছে। তবে ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস কর্তৃক ঘোষিত বঙ্গবন্ধুর স্মারক ডাকচিহ্ন প্রকাশের আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ে জ্যাকসন হাইটসের ৭৮ স্ট্রিট এবং ৩৭ এভিনিউতে অবস্থিত পোস্ট অফিসে অনুষ্ঠিত হবে বলে মুক্তধারা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে। আগামী ২৬ মার্চ প্রকাশিত হবে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের বিশেষ বুলেটিনে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত এই স্মারক। এই স্মারকটির নকশা করেছেন শিল্পী কে সি মং।
মার্কিন ডাক বিভাগের স্মারক ডাকটিকিট বিভাগ মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহার কাছে এক বার্তায় জানিয়েছে, ১৭ মার্চ থেকে ৩০ দিনের জন্য এই সচিত্র ডাকচিহ্ন সম্বলিত সীলমোহর ব্যবহারের সুযোগ থাকবে। শুধু সুনির্দিষ্ট ডাক অফিসে (জ্যাকসন হাইটস, নিউইয়র্ক) এই সীলমোহর সম্বলিত ডাক টিকিট কেনার সুযোগ থাকবে।
এর আগে ২০১৬ সালে মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মার্কিন ডাক বিভাগ যে স্মারক ডাকচিহ্ন ও ফার্স্ট ডে দ্যা কভার প্রকাশ করে তা নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের মুখ্য ডাক অফিসে বিক্রির ব্যবস্থা করা হয়।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক বলয়ে বঙ্গবন্ধুকে নানাভাবে শ্রদ্ধা জানানোর উদ্যোগের অন্যতম একটি প্রয়াস বলে অভিহিত করেন এই স্মারক ডাকচিহ্নের আবেদনকারী মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিত সাহা।
উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু যেদিন জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন সেদিনটিকে ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ ঘোষণা করে নিউইয়র্ক স্টেট সিনেট।
এছাড়া গত ১০ মার্চ সিনেটর জন ল্যুর প্রস্তাবনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিশেষ রেজ্যুলেশন পাস করে। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন