- প্রবাস
- আমিরাতে করোনায় এক বাংলাদেশির মৃত্যু
আমিরাতে করোনায় এক বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাহাবুল আলাম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার এই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ কনস্যুলেটে প্রথম সচিব রফিকুল আমিন।
মাহাবুল আলম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চারালিয়ার হাট কেফায়েত নগর গ্রামের আবদুল সালামের ছেলে। গত ২৮ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত বৃস্পতিবার পর্যন্ত দেশটির সর্বশেষ তথ্য অনুযায়ী নতুন ২১০ জনসহ আরব আমিরাতে মোট আক্রান্তের সংখ্যা ১০২৪ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৬ জন এবং মারা গেছে ৮ জন।
মন্তব্য করুন