করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭ বাংলাদেশি। 

আপস্টেট নিউইয়র্কের বাফেলো সিটিতে মারা গেছেন একজন। নিউইয়র্কে প্রাণ হারানোদের মধ্যে অর্ধেকই নারী। 

অন্যদিকে এদিন মৃত্যু তালিকায় নতুন রাজ্য যোগ হয়েছে ভার্জিনিয়া। রোববার ভার্জিনিয়ার উডব্রিজ শহরে মারা গেছেন ৭০ বছর বয়সী মুজাহিদুর রহমান। 

আর ২৬ দিনে যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্যে মোট ১৩১ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন করোনায়।

রোবার নিউইয়র্কের জ্যামাইকার ব্রায়াউডের বাসায় মারা গেছেন ৩২ বছরের বনিতা তাজিন খান। তিনদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছিলেন তাজিনের শ্বশুর। 

ভোরে মারা যান ঢাকার কামরুন্নেসা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক আমিনা খাতুন (৮২)। 

রোববার ভোরে কুইন্সে এস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান কুষ্টিয়া সমিতি ইউএস এর সাবেক উপদেষ্ঠা এম এস ফেরদৌসের স্ত্রী রওশন আরা ফেরদৌস। আরও মারা যান জাহানারা বেগম (৭৬)।  

এস্টোরিয়া বুলেভার্ডের নিজ বাসায় মারা গেছেন রতন চৌধুরী। তার স্ত্রী কর্মস্থল থেকে আক্রান্ত হওয়ার পর রতন আক্রান্ত হয়ে বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন। 

ম্যানহাটানের মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান হজরত আলী। ব্রুকলীনে মারা যান মাহমুদুর রহমান (৫০)।

আপস্টেট নিউইয়র্কের বাফেলো সিটিতে মারা গেছেন জাকির হোসেন (৩৮)। জাকিরকে নিয়ে বাফেলোতে দুদিনে মারা গেলেন তিনজন।