- প্রবাস
- আমিরাত প্রবাসীদের জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ
আমিরাত প্রবাসীদের জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

করোনাভাইরাসের প্রভাবে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ ইতিমধ্যে প্রবাসীদের ঘনত্ব কমাতে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রবাসীদের জেল-জরিমানা ছাড়া নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত করছে। ঘোষণা করছে সাধারণ ক্ষমা। এবার সংযুক্ত আরব আমিরাতও এমন সিদ্ধান্তে এসেছে।
ভিসার মেয়াদ উত্তীর্ণ প্রবাসীদের কোনোরূপ জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যাবার সুযোগ দেবে আরব আমিরাত সরকার। দেশটির রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ন আমিরাতে অবস্থানরত সকল দেশের নাগরিকদের জন্য এই আদেশ জারি করেন। রাষ্ট্রপতির নতুন এই আদেশ আগামী ১৮ মে থেকে কার্যকর হবে।
স্থানীয় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, গত ১ মার্চের আগে যেসকল প্রবাসীর ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা আগামী তিন মাসের মধ্যে জরিমানা ছাড়া নিজে দেশে ফিরে যেতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে যারা এই সুযোগ নিয়ে দেশে যাবেন তারা পরবর্তী সময় আমিরাতে ফিরতে বাধা থাকবে না।
ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের মুখপাত্র ব্রিগেডিয়ার খামিস আল কাবি গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতির এই আদেশ সকল দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। এই সুযোগটি কাজে লাগাতে ইচ্ছুকরা কোনোরূপ জরিমানা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন। এ ছাড়াও একই আদেশে দেশটিতে অবস্থানরতদের মেয়াদোত্তীর্ণ এমিরেটস আইডি এবং ওয়ার্ক পারমিটের জরিমানা মওকুফ করা হয়েছে।
মন্তব্য করুন