মহামারি করোনাভাইরাসের সময়ে আরেকটি মৃত্যুহীন দিন পেল যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা। আগের দিন করোনায় দুই তরুণের মৃত্যুতে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে যে শোকের ছায়া বয়ে গিয়েছিলো ২৪ ঘন্টায় নতুন কোন মৃত্যুর খবর না আসায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে তাদের মনে।

এদিকে রমজানের শেষ পর্যায়ে এসে করোনায় আক্রান্ত সময়ে ঈদ পালন নিয়ে কোন উচ্ছাস নেই যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে। 

লকডাউনে নিউইয়র্কে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আইন থাকায় ঈদের কেনাকাটার কোন সুযোগই নেই। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখার আইনের কারণে সব ধর্মের উপসনালয় বন্ধ রয়েছে নিউইয়র্কে। এ কারণে ঈদের জামাত হওয়ারও কোন সম্ভাবনা দেখছেন না কেউ। ফলে পহেলা বৈশাখ যেমন নীরবে চলে গেছে তেমনই রোজার ঈদও ঘরোয়াভাবে উদযাপন করতে হবে নিউইয়র্ক ও আমেরিকায় বাংলাদেশিসহ সব কমিউনিটির মুসলমানদের।

এদিকে ৫৯ দিন শেষে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২৫৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। যা বহিবিশ্বের যেকোন স্থানের চেয়ে বেশি বাংলাদেশিদের প্রাণহানীর রেকর্ড। আর নিউইয়র্কেও এ সময়ে ২৩৫ জন বাংলাদেশির এই জীবাণুর আক্রমণে মৃত্যুর ঘটনা এই শহরটিতে দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকের মৃত্যুর রেকর্ড।