ইতালির মিলানে বাংলাদেশির হাতে একজন খুন হওয়ার ঘটনায় সহোদর তিন ভাইসহ চারজন গ্রেপ্তার হয়েছে। আরও দুই সহোদর ভাইকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে পুলিশ। 

শনিবার রাতে মিলানে খুন হন রশিদ হাওলাদার (৪৪) নামে বাংলাদেশি। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

মিলান পুলিশ বলছে, খুনের ঘটনায় চারজন গ্রেপ্তার হয়েছে। আরও দুইজনকে খোঁজা হচ্ছে। 

নিহত রশিদ তালুকদারের ভগ্নিপতি আনোয়ার বেপারী জানান, স্ত্রী, মেয়ে ও নাতনির সামনেই তর্কাতর্কির এক পর্যায়ে উপর্যুপরি আঘাতে মারাত্মক জখম হন রশিদ তালুকদার।

পারিবারিক দ্বন্দ্ব এবং অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান তিনি।

নিহতের স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে  সকলেই মিলান একত্রে বসবাস করতেন। পুলিশ খুনি হিসেবে যে ছয়জনকে চিহ্নিত করা হয়েছে তাদের পাঁচজন সহোদর ভাই এবং একজন ফুফাতো ভাই। যাকে খুন করা হয়েছে তিনিও সম্পর্কে খুনিদের দূরসম্পর্কীয় আত্মীয়। 

স্বজনরা জানিয়েছেন, লাশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী লাশ দাফনের ব্যবস্থা করা হবে। তবে পরিবার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।