শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।   

সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনা পর্বে সভাপতি সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার আবেদন পুনরায় বিবেচনার যে উদ্যোগ নিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট তাতে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, শীঘ্রই খুনী রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নিয়ে তার দণ্ড কার্যকর করার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে হবে।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী ও কার্যকরী সদস্য শাহানারা বেগম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয়সহ প্রমুখ।