- প্রবাস
- 'বাংলাদেশ ব্যাপক হারে কভিড ভ্যাকসিন উৎপাদনে সক্ষম'
'বাংলাদেশ ব্যাপক হারে কভিড ভ্যাকসিন উৎপাদনে সক্ষম'

মো. মোস্তাফিজুর রহমান
বাংলাদেশের ওষুধ আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়ায় বিশ্ব বাজারে তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে। প্রযুক্তিগত ও প্যাটেন্ট সুবিধা পেলে বাংলাদেশের ওষুধ শিল্প ব্যাপক হারে কভিড ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের এক বিশেষ সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত ও সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ দিক-নির্দেশনায় বাংলাদেশ সফলতার সাথে করোনা সংকট মোকাবিলা করছে বলেও উল্লেখ করেন।
সভায় আলোচনাকালে স্থায়ী প্রতিনিধি কভিড ভ্যাকসিনের সর্বজনীন, সময়োপযোগী সুস্ঠু ও ন্যায়সঙ্গত বণ্টন এবং সুষম অধিগম্যতা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
চলমান মহামারি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় দুর্বলতাগুলোকে উন্মোচিত করেছে উল্লেখ করে তিনি নিম্ন ও মধ্যম আয়ের দেশসমূহের চাহিদা মেটাতে আন্তর্জাতিক অংশীদারিত্ব শক্তিশালীকরণের ওপর জোর দিতে হবে। তিনি মানসিক স্বাস্থ্যের উপর কভিড-১৯-এর নেতিবাচক প্রভাব নিরূপণ ও তা কমাতে সদস্য রাষ্ট্রসমূহকে যথাযথ সহায়তা প্রদানেরও আহবান জানান।
সভার দ্বিতীয়দিনে মহামারির প্রস্তুতি ও মোকাবিলা বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নবগঠিত প্যানেলের কার্যক্রমের ওপর আলোচনায় অংশ নিয়ে মোস্তাফিজুর রহমান ভবিষ্যতে এ ধরনের মহামারি প্রতিহত করতে আগাম সতর্কতামূলক উপায় বের করার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এবং লাইবেরিয়ার সাবেক রাষ্ট্রপতি এলেন জনসন স্যারলিফ এই প্যানেলের সহ-সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত ৫ ও ৬ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভাস্থ সদরদপ্তরে নির্বাহী বোর্ডের ৫ম বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন