- প্রবাস
- আলবার্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু, বিধিনিষেধ পর্যবেক্ষণ
আলবার্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু, বিধিনিষেধ পর্যবেক্ষণ

কানাডার প্রধান চারটি প্রদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কানাডার স্থানীয় গণমাধ্যম জানায়, বুধবার আলবার্টা প্রদেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে সামনের সপ্তাহগুলোতে আরো বিধিনিষেধের প্রয়োজন হবে কি-না তা নির্ধারণের জন্য কোভিড-১৯ পরিসংখ্যান পর্যবেক্ষণ করছে আলবার্টার জনস্বাস্থ্য সংস্থা।
আলবার্টা স্বাস্থ্য সেবা বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ডিনা হিনশা বলেন, 'আলবার্টা প্রদেশে বুধবার পর্যন্ত প্রায় ১৪ হাজার জনের করোনা পরীক্ষা করে প্রায় ৮০০ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। আমরা জানি যে আমাদের নিজস্ব ডেটার ট্রেন্ডগুলো কী এবং সেই প্রবণতাগুলো সংক্রমণ সম্পর্কিত সমস্যার সঙ্গে মেলে- যা আমরা অন্যান্য প্রদেশে দেখছি।'
নতুন করে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দু'জন ক্যালগেরির। একজন আলবার্টা হেলথ সার্ভিসের সাউথ জোনের এবং বাকি দু'জন এডমনটনের।
আলবার্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৩০ জন, যার মধ্যে ক্যালগেরি জোনেই ২ হাজার ৬১০ জন। আক্রান্তদের মধ্যে ১৬৪ জন প্রদেশের হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩০ জন রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
অন্যদিকে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে নতুন করে ৪২৫ জনের করোনায় আক্রান্ত হয়েছে, যা একদিনে আক্রান্তের রেকর্ড।
ব্রিটিশ কলম্বিয়ার প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. বনি হেনরি বৃহস্পতিবার জানান, প্রদেশটিতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ হাজার ৩৮৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যায় ২৪ জনসহ হাসপাতালে ভর্তি রয়েছে ৯৭ জন রোগী।
কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম বলেছেন, মাস্কের মাধ্যমে করোনার সংক্রমণ থেকে রেহাই পাওয়া যায় এটি প্রমাণিত। ফাঁকা জায়গা ছাড়া সব স্থানে মাস্ক পরবেন সবাই। করোনার বিস্তার রোধে শীতকালে বেশিরভাগ সময় বাড়ির অভ্যন্তরে কাটানো এবং তিন স্তরের নন-মেডিকেল মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শুক্রবার সকাল পর্যন্ত, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪৮২ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৪৩২ জন।
মন্তব্য করুন