- প্রবাস
- কানাডিয়ানদের ঝুঁকিতে ফেলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে না: ট্রুডো
কানাডিয়ানদের ঝুঁকিতে ফেলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে না: ট্রুডো

জাস্টিন ট্রুডো
কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড সংখ্যক বেড়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিভিন্ন প্রদেশের প্রিমিয়ার এবং মেয়রদের অনুরোধ করে বলেছেন, কানাডিয়ানদের ঝুঁকিতে ফেলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন না।
তিনি বলেন, প্রয়োজন হলে আরও সাহায্য দেবে ফেডারেল সরকার।
মঙ্গলবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডোে এসব কথা বলেন।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়ে যাওয়ায় জনগণের সুরক্ষিত রাখতে এবং চাকরির সুরক্ষার জন্য সরকারের উপর চাপ বেড়েছে।
প্রদেশের নেতাদের উদ্দেশে তিনি বলেন, অর্থনীতির ধীরগতির কথা না ভেবে জনস্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন।
তিনি বলেন, আমি প্রিমিয়ার এবং আমাদের মেয়রদের অনুরোধ করছি সঠিক কাজটি করার জন্য। জনস্বাস্থ্য রক্ষায় এখনই কাজ করুন।
সাংবাদিক সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং করোনা মহামারীর দীর্ঘ নয় মাসে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় তিনি কানাডিয়ানদের নিজ নিজ এলাকার স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
উল্লেখ্য, কানাডার প্রধান চারটি প্রদেশে ক্রমবর্ধমান হারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ব্যাপক হারে চাপ পড়ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৬৬৯ জন, মারা গেছেন ১০ হাজার ৬২২ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ২০ হাজার ৩০৬ জন।
মন্তব্য করুন