- প্রবাস
- তেহরানে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন
তেহরানে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাষ্ট্রদূত এএফএম গউসুল আযম সরকারের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির অনুষ্ঠানমালা শুরু হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণীপাঠ করা হয়।
বিকেলে বিজয় দিবসের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, নিরাপত্তা ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া দেশটিতে প্রথমবারের মতো জাতীয় দৈনিক পত্রিকা ইরান ডেইলিতে দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী প্রকাশিত হয়।
রাষ্ট্রদূত এএফএম গাউসুল আযম সরকারের সভাপতিত্বে এবং দূতালয় প্রধান মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক আহমদ সাদেগি, ফার্সি ভাষায় বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'র প্রকাশক মো. সাদেগ সামি, সিনিয়র সাংবাদিক মো. এজাজ হোসেন, রেডিও তেহরান বাংলা সার্ভিসের সাংবাদিক সোহেল আহমদ, দূতাবাসের কমার্সিয়াল কাউন্সেলর মো. সবুর হোসেনসহ তেহরান, শিরাজ, ইস্পাহান ও কোমে অধ্যয়নরত শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন। বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্য, স্বাধীনতার ইতিহাস এবং জাতির পিতার অবদান ও স্বপ্নের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে সৈয়দ মুসা রেজা স্বরচিত ছড়া এবং আবৃত্তিকার নাসির মাহমুদ কবিতা পাঠ করেন।
দিবসটি উপলক্ষে পাঠানো বাণী ও নিবন্ধগুলো প্রকাশ এবং মুজিব কর্ণারে সংরক্ষণের জন্যও উদ্যোগ নিয়েছে দূতাবাস। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন