ঢাকা শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বোস্টনে বিক্ষোভ

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বোস্টনে বিক্ষোভ

ছবি: সমকাল

ছাবেদ সাথী, নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩ | ১০:৫০

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বিক্ষোভ করেছে অর্ধশতাধিক স্থানীয় সংগঠন। স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে বোস্টন কমন্সের ভেতরে সর্বধর্মীয় পাঁচ শতাধিক মানুষ সমাবেশটিতে অংশ নেন। এসময় গাজায় ইসরায়েলের চালানো গণহত্যা বন্ধের দাবি করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগানে গণহত্যা বন্ধে সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনি পতাকা এবং যুদ্ধ বন্ধের পক্ষে প্ল্যাকার্ড ছিল।

বিক্ষোভে অংশ নেওয়া ফিলিস্তিন যুব আন্দোলনের একজন সংগঠক বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের জন্য মার্কিন সরকারকে জবাবদিহি করতে হবে।

এ সপ্তাহের এপেক সম্মেলনে শত শত আন্তর্জাতিক সাংবাদিকসহ ২০ হাজারের বেশি মানুষ সানফ্রান্সিসকোতে জড়ো হবেন। জানা যায়, বিক্ষোভকারীদের সংগঠন ‘নো টু এপেক জোট’ বলেছে এপেকের মতো শীর্ষ সম্মেলনে বাণিজ্য চুক্তিগুলো শ্রমিক শোষণ ছাড়া আর কিছুই না।

এপেক ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম। বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো, ব্রাজিল এবং ফিলিপাইনসহ ২১টি দেশ এ সংগঠনের সদস্য।

আরও পড়ুন