- প্রবাস
- করোনায় মানসিকভাবে বিপর্যস্ত ৪০ শতাংশ কানাডিয়ান
করোনায় মানসিকভাবে বিপর্যস্ত ৪০ শতাংশ কানাডিয়ান

অব্যাহত করোনার থাবা পুরো বিশ্ববাসীকে এক অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। কানাডাতেও এর বিরূপ প্রভাব পড়েছে। অর্থনীতির পাশাপাশি মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়েছে কানাডিয়ানদের।
গবেষণায় প্রাপ্ত তথ্যমতে, করোনাকালীন কানাডায় কমপক্ষে ৪০ শতাংশ নাগরিক মানসিক স্বাস্থ্য, আসক্তি বা অ্যালকোহলজনিত সমস্যার মুখোমুখি হয়েছেন।
ইপসসের জরিপ অনুযায়ী, মহামারিকালীন সময়ে কর্মসংস্থান হারানো, সামাজিক বিচ্ছিন্নতা এবং ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধের ফলে কানাডিয়ানদের মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।
এক সমীক্ষায় বলা হয়েছে, মহামারি শুরুর আগের তুলনায় এখন কানাডিয়ানদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ। এতে অ্যালকোহলে ব্যয় বেড়েছে।
সমীক্ষায় প্রতি পাঁচজনে দু'জন কানাডিয়ান জানান, করোনাকালীন তাদের মানসিক স্বাস্থ্য মহামারি শুরুর আগের চেয়ে খারাপ। মানসিক বিপর্যস্ত ঠেকাতে অ্যালকোহলের ব্যয় বেড়েছে।