- প্রবাস
- প্রবাসী আওয়ামী লীগ নেতা এমএ গণি মারা গেছেন
প্রবাসী আওয়ামী লীগ নেতা এমএ গণি মারা গেছেন

এমএ গণি
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ গণি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না... রাজিউন)। তিনি দীর্ঘদিন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টা ছিলেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন এমএ গণি। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের চেলসি অ্যান্ড ওয়েস্টমিনস্টার হাসপাতালে ভর্তি ছিলেন।
এমএ গণির শোকসন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক একটি শোক বিবৃতি দিয়েছেন।
এতে তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী বাঙালি ও আওয়ামী পরিবারের অপূরণীয় ক্ষতি হলো। ৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমানের দমন-পীড়ন ও স্বৈরশাসন এবং এরশাদ সরকারের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে তিনি ছিলেন একজন অকুতোভয় নেতা।
মন্তব্য করুন