- প্রবাস
- যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ২১ মার্চ পর্যন্ত বন্ধ
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ২১ মার্চ পর্যন্ত বন্ধ

কানাডায় করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ঠেকাতে দেশটির সরকার একের পর এক কঠোর পদক্ষেপ নিয়ে চলেছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত দিয়ে আগামী ২১ মার্চ পর্যন্ত অপ্রয়োজনীয় সব যাতায়াত বন্ধ থাকবে।
শুক্রবার জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার একথা জানিয়েছেন।
টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধের মেয়াদ ২১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। করোনার সংক্রমণ থেকে কানাডার নাগরিকদের নিরাপদ রাখার ব্যাপারে সুবিধা হয় এমন ভালো জনস্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ বিষয়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অব্যাহত রাখবো।
উল্লেখ্য, কানাডায় করোনা মহামরির শুরু থেকে কানাডা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করে। সর্বপ্রথম করোনা মহামারির শুরুর দিকে ২০২০ সালের মার্চে প্রাথমিকভাবে এ সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে এ সীমান্ত দিয়ে কেবল পণ্যদ্রব্য ও প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৩ হাজার ৩০১ জন, মারা গেছেন ২১ হাজার ৬৩০ জন এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৯ হাজার ৮৪১ জন।
মন্তব্য করুন