- প্রবাস
- আবুধাবিতে লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি শাহেদ
আবুধাবিতে লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি শাহেদ
অনলাইন ডেস্ক |
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১
আপডেট: ০৪ এপ্রিল ২০২১
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১ । আপডেট: ০৪ এপ্রিল ২০২১
'বিগ টিকিট' লটারিতে জয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠানের হোস্ট রিচার্ড ও বোউচরা
আবুধাবিতে 'বিগ টিকিট' নামের একটি লটারির ড্রয়ে ১০ মিলিয়ন দিরহাম (২৩ কোটি টাকার বেশি) জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। শনিবার দেশটির আল আইনতে এ লটারি জেতেন তিনি।
৫৫ বছর বয়সী শাহেদ আহমেদ মৌলভিফাইজ একটি গাড়ি ওয়ার্কশপ চালান। তিনি জানান, ৩৫ বছর ধরে 'বিগ টিকিট' কিনে আসছেন তিনি। ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে এটি প্রথম চালু হয়। এরপর থেকে তিনি এ টিকিট কিনে আসছিলেন। খবর গালফ নিউজের।
৪০ বছর ধরে আল আইনতে বসবাস করছেন শাহেদ। তিনি জানান, এখন তার স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে সংযুক্ত আরব আমিরাতে আনতে চান। এই লটারিজয়ীর বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম শহরে।
দেশে ফিরে বাড়ি তৈরি করতে চান জানিয়ে শাহেদ বলেন, 'আমি আপাতত এই দুটি বিষয়ে পরিকল্পনা করছি। আরা বাদবাকি বিষয় সম্পর্কে পরে জানতে পারবেন। প্রথমবারের মতো এ লটারি জেতায় আমি খুব খুশি।'
এ লটারির দ্বিতীয় পুরস্কার ৫ মিলিয়ন দিরহাম জিতেছেন বাহরাইনে বসবাসরত ভারত থেকে আসা রমন মোহন। তৃতীয় পুরস্কার সাড়ে তিন মিলিয়ন দিরহাম বিজয়ী হলেন সৌদি আরবে বসবাসকারী এক ভারতীয় প্রবাসী।
বিষয় : লটারিজয়ী প্রবাসী বাংলাদেশি আবুধাবি
মন্তব্য করুন