- প্রবাস
- দুবাইয়ে কার রেসে ২ বাংলাদেশির জয়
দুবাইয়ে কার রেসে ২ বাংলাদেশির জয়
ইউএই প্রতিনিধি |
ইউএই প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১
আপডেট: ০৪ এপ্রিল ২০২১
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১ । আপডেট: ০৪ এপ্রিল ২০২১
ছবি: সমকাল
দুবাইয়ে আন্তর্জাতিক 'কার রেস' প্রতিযোগিতায় জয়ী হয়েছেন দুই বাংলাদেশি রেসার অভীক আনোয়ার ও আফান সাদাত। তার দু'জনই বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন।
দুবাইয়ে এনজিকে ইউএই প্রো চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে শুক্রবার শিরোপার স্বাদ পান ৩৪ বছর বয়সী বাংলাদেশি যুবক অভীক আনোয়ার। পরের দিন শনিবার প্রো চ্যাম্পিয়নশিপ এন্ডুরো জিটি ৮৬ ক্লাস কাপ কার রেসে ১৬ জন অংশগ্রহণকারীর মধ্যে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন রেসার অভীক আনোয়ার ও আফান সাদাত।
অভীক আনোয়ার রোবরার সমকালকে বলেন, 'এটি রেসে আমার পঞ্চম শিরোপা জয়। প্রথমদিন এককভাবে রাউন্ড-৫ এর রেস-এক ও রেস-দুই জয়ী হই। পরের দিন দুই ঘণ্টাব্যাপী রেসে যৌথভাবে অংশগ্রহণ করে আমরা দু'জন বিজয়ী হই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের এই বিজয় বাংলাদেশের জন্য উৎসর্গ করছি।'
অভীক আনোয়ার রোবরার সমকালকে বলেন, 'এটি রেসে আমার পঞ্চম শিরোপা জয়। প্রথমদিন এককভাবে রাউন্ড-৫ এর রেস-এক ও রেস-দুই জয়ী হই। পরের দিন দুই ঘণ্টাব্যাপী রেসে যৌথভাবে অংশগ্রহণ করে আমরা দু'জন বিজয়ী হই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের এই বিজয় বাংলাদেশের জন্য উৎসর্গ করছি।'
বিষয় : দুবাই কার রেস বাংলাদেশির জয়
মন্তব্য করুন