- প্রবাস
- ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজনের প্রস্তুতি শুরু
৩৫তম ফোবানা সম্মেলন আয়োজনের প্রস্তুতি শুরু

ফোবানা সম্মেলন আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালির কৃষ্টি আর সাংস্কৃতিক লালন ও পরিচর্যার বৃহত্তম মিলন মেলা ফোবানা সম্মেলন আয়োজনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘ দিন করোনার প্রাদুর্ভাবের পর প্রবাসী বাঙালিদের উপস্থিতির মধ্য দিয়ে শনিবার ভার্জিনিয়ার স্পিংফিল্ডের হলিডে ইন এক্সপ্রেসে অনুষ্ঠিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজনের প্রস্তুতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আগামী সেপ্টেম্বরের ৩-৫ মেরিল্যান্ডের গেলোর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনর জিআই রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির (এবিএফএস) প্রেসিডেন্ট ইনারা ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব শিব্বির আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সব পৃষ্ঠপোষকসহ আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে আই গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ও সিইও এবং তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান পিপল এনটেক এর সিইও আবুবকর হানিপ'কে ডায়মন্ড স্পন্সর ও বৃহত্তর ওয়াশিংটন ডিসিভিত্তিক অলাভজনক সংগঠন একাত্তর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পারভিন পাটোয়ারীকে ফোবানার ইতিহাসে প্রথম নারী আইকন স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানে ভিন্ন অঙ্গরাজ্যের বেশ কয়েকজন ব্যবসায়ী পৃষ্ঠপোষক আসন্ন ফোবানা সম্মেলন সফল করতে অনুদানের ঘোষণা দেন।
ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ১০ হাজার বাঙালির অংশগ্রহণ প্রত্যাশা করে আসন্ন ৩৫তম ফোবানা সম্মেলনে আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করলে সকলে দাঁড়িয়ে মুহুর্মুহু করতালি দিয়ে আসন্ন ফোবানা সম্মেলনকে স্বাগত জানান। তিনি করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে থাকায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্বাভাবিক করতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও তিনি সব ভেদাভেদ ভুলে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে আসন্ন সম্মেলনকে সর্বাত্মক সার্থক করতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালির প্রতি আহ্বান জানান। বেশ কিছু ইলেকট্রনিক ও সামাজিক গণমাধ্যম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব-এই স্লোগানকে সামনে রেখে এযাবৎকালের সবচেয়ে বৃহৎ ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ফোবানার সাবেক চেয়ারম্যান মীর চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী, মঞ্চসজ্জা কমিটির চেয়ারম্যান আবু সরকারসহ নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে ফোবানা কেন্দ্রীয় নেতারা, স্পন্সর, লেখক, গবেষক ও সংবাদকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
মন্তব্য করুন