- প্রবাস
- পাকিস্তানি সিরিয়ালে 'আমার পরান যাহা চায়’
পাকিস্তানি সিরিয়ালে 'আমার পরান যাহা চায়’

পাকিস্তানের এক উর্দু টিভি ধারাবাহিকে পরিষ্কার বাংলা উচ্চারণে গাওয়া হয়েছে রবিঠাকুরের 'আমার পরান যাহা চায়'। দুই বছর আগে প্রচারিত সিরিয়ালের গানের দৃশ্যটি সম্প্রতি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানি নির্মাতা মেহেরিন জব্বারের পরিচালনায় ‘দিল কেয়া করে’সিরিয়ালে বাংলাভাষায় গানটি পরিবেশন করেছেন ভারতীয় গায়িকা ও অভিনেত্রী শর্বরি দেশপাণ্ডে। সেভেনথ স্কাই এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত ৩০ পর্বের সিরিজটি ২০১৯ সালের ১৪ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত পাকিস্তানের জিও টেলিভিশনে প্রচার হয়েছে। ওই সময় ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এতে অভিনয় করেছেন ফিরোজ খান, ইয়ামনা জেইদি, মারিয়াম নাফিজ, জেইন বেগসহ আরও অনেকে।
পরিচালক মেহরিন জাব্বার সাদা-কালো ভিডিওটি শেয়ার করেছিলেন। পুরনো এই ভিডিওটিই চলতি বছরের ৩ জুন নতুনভাবে শেয়ার করেছেন আদিল হোসেন নামের একজন টুইটার ব্যবহারকারী। একই দিনে ইউটিউবে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেটি রঙিন।
গানের দৃশ্যে দেখা গেছে, এক তরুণী চরিত্রের কণ্ঠে ‘আমার পরান যাহা চায়’ মুগ্ধ হয়ে শুনছেন বাকি তিন তরুণ-তরুণী চরিত্র।
ভিডিও দেখেই অনেক দর্শক উচ্ছ্বসিত হয়েছেন। কেউ স্পষ্ট উচ্চারণের প্রশংসা করেছেন, কেউ লিখেছেন, অসাধারণ… রবি ঠাকুর আমাদের সবার…মিউজিকের কোনও বর্ডার হয় না। অনেকে আবার পুরো গানটি আপলোড করার অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য করুন