কুয়েতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত ২৩৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। কুয়েতে এটা একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এই নিয়ে করোনায় কুয়েতে মোট ১ হাজার ৯৬১ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। 

মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৮৫১ জন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৩ লাখ ৩৪ হাজার ৪৪৫ জন। বর্তমানে করোনা সংক্রমিত হয়ে ২৮৮ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। 

কয়েকদিন ধরে দেশটিতে হঠাৎ করেই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, যাদের টিকা দেওয়া হয়নি তাদের মধ্যে মৃত্যুহার বেশি। বর্তমানে ৪৭ শতাংশ করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে দেশটিতে। 

এদিকে বৈশ্বিক টিকাদান কর্মসূচিতে বিশ্বের ২১৪টি দেশের মধ্যে ৩০তম স্থানে আছে কুয়েত। দেশটিতে টিকাদানের গতি বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।