শোকের মাস আগস্টের প্রথম প্রহরে যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে নিউইয়র্কের জ্যামাইকায় মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করা হয়েছে। 

স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নিউইর্কের জ্যামাইকায় মোববাতি প্রজ্জ্বালন করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মোমবাতি প্রজ্জ্বালন সভার সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক কোষাধ্যক্ষ ও যুবলীগ নেতা মোশাহিদ চৌ এবং পরিচালনা করেন যুবলীগ নেতা রহিমুজ্জামান সুমন ও আব্দুল্লাহ আল রেজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মহিলা এমপি শিরীন আক্তার পুনম। প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা উওর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার বিপ্লবী।

বক্তারা বলেন, আগস্ট মাস জাতির জন্য একটি কলঙ্কিত ও কালো অধ্যায়। আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বালনের মাধ্যমে শোককে শক্তিতে পরিণত করার শপথ নিয়েছি আমরা এবং ১৫ আগস্টের সব খুনির ফাঁসি কার্যকর চাই। বিজ্ঞপ্তি