যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ক্যালিফোর্নিয়া শাখার  উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী ও বাংলাদেশের জাতীয় শোক দিবস।

২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শোকাবহ আগস্ট পালনে শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার টারজানায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি তৌফিক ছোলেমান খান তুহিন।

আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সহ-সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন মফু, সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক জামিউল ইসলাম বেলাল, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সহ-সভাপতি ফয়জু সোবাহান, সাংস্কৃতিক সম্পাদক হানিফ সিদ্দিকী, ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম, সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ, বিশিষ্ট ব্যাবসায়ী সালেক সোবাহান, বাংলাদেশি আমেরিকান সোসাইটির সভাপতি সাইদুল হক সেন্টু, আনন্দমেলা সভাপতি খান মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা আবুল হাসনাত রায়হান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে নিশ্চিহ্ন করতে ১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। বিশ্বে এমন নির্মম হত্যাযজ্ঞ বিরল। তারা অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে তাদের বিচারের রায় কার্যকর করার দাবি জানান।

কর্মসূচির অংশ হিসেবে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।