- প্রবাস
- সাড়ে ৪ মাস পর চালু হচ্ছে বাংলাদেশ-ইতালির ফ্লাইট
সাড়ে ৪ মাস পর চালু হচ্ছে বাংলাদেশ-ইতালির ফ্লাইট

প্রতীকী ছবি
সাড়ে চার মাস বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে ইতালির ফ্লাইট চালু হচ্ছে। সোমবার রাত ১২ টায় এই ফ্লাইট চালু হবে।
এর আগে শনিবার ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা স্বাক্ষরিত নয়া অধ্যাদেশে এই সিদ্ধান্ত জানায় দেশটির সরকার। ইতালির স্থানীয় সময় সোমবার রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
শর্ত শিথিল করে নতুন অধ্যাদেশে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক যাদের ২৮ আগস্টের আগে থেকেই ইতালিতে রেসিডেন্সি ছিলো, যারা স্টে পারমিট নবায়নের রিসিট (রিচেভুতা) নিয়ে ইতালির বাইরে অবস্থান করছেন, যারা স্টে পারমিট মেয়াদোত্তীর্ণ হবার পর রি-এন্ট্রি ভিসা পেয়েছেন এবং নতুন ফ্যামিলি ভিসাধারীরা (পরিবারের প্রধান কর্তাব্যক্তির ২৮ আগস্টের আগে ইতালিতে রেসিডেন্সি থাকা সাপেক্ষে) নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। অন্যান্যদের ক্ষেত্রে নতুন অধ্যাদেশ অনুসারে, ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।
ভারতে গত এপ্রিলের প্রথম দিকে করোনার ডেল্টা ভ্যারিয়ান্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সরকার ইতালি থেকে ফ্লাইটের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। এর এক সপ্তাহ পর মধ্য এপ্রিল থেকে ইতালি সরকার ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে দেশটিতে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়। পরবর্তীতে বাংলাদেশেও করোনার ব্যাপক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতালিতে ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকে।
এদিকে রোমের বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত শামীম আহসান একাধিকবার উদ্যোগ নিয়ে ইতালি সরকারের সংশ্লিষ্ট মহলকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার অনুরোধ জানান। অন্যদিকে, বাংলাদেশে আটকে পড়া দশ হাজারের বেশি প্রবাসীদের একটি অংশ ঢাকায় বিক্ষোভ করে। ইতালি বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি, সামাজিক ব্যক্তিত্ব জি এম কিবরিয়ার নেতৃত্বে ঢাকায় প্রবাসীরা সমাবেশ করে পররাষ্ট্র মন্ত্রনালয়ে স্মারক লিপিও জমা দেয়। অবশেষে সাড়ে চার মাস পর ইতালিতে ফ্লাইট চালু হওয়ায় প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের বেশ কিছু শর্ত মেনে ইতালি প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে যা রয়েছে-
১. ভ্রমণের পূর্বে অবশ্যই ডিজিটাল প্যাসেঞ্জের লোকেটার EU Digital Passenger Locator Form (https://app.euplf.eu) ফর্ম পূরণ করে আসতে হবে।
২. ইতালিতে প্রবেশের ৭২ ঘন্টা আগে যাত্রীকে অবশ্যই কোভিড-১৯ টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ইতালির বিমানবন্দরে পৌঁছানোর পর আবার কোভিড-১৯ টেস্ট করাতে হবে।
৩. যাত্রীকে ডিজিটাল প্যাসেঞ্জের লোকেটার Digital Passenger Locator Form ফর্মের উল্লেখিত ঠিকানায় ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
৪. ১০ দিন কোয়ারেন্টাইনে থাকার পর পুনরায় কোভিড-১৯ টেস্ট করাতে হবে।
মন্তব্য করুন