- প্রবাস
- ‘ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই কমিউনিটির লোকজনকে এগিয়ে আসতে হবে’
‘ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই কমিউনিটির লোকজনকে এগিয়ে আসতে হবে’

বাঁ থেকে সিনেটর শেখ রহমান, অ্যাম্বাসেডর ওসমান সিদ্দিক, অ্যাটর্নি সোমা মৌনি সাঈদ, আই গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মো. আবুবকর হানিপ এবং প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক
ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সঙ্গে আমাদের যুক্ত হতে হবে এবং যারা ইতোমধ্যে রাজনীতিতে সক্রিয় রয়েছেন তাদের প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে।
শবিবার ভার্জিনিয়ার টাইসন কর্নারে অনুষ্ঠিত নিউইয়র্কের কুইন্স বরো থেকে বিচারক পদের প্রাইমারিতে উত্তীর্ণ প্রথম বাংলাদেশি নারী অ্যাটর্নি সোমা মৌনি সাঈদ ও জর্জিয়া থেকে নির্বাচিত প্রথম বাঙালি মুসলিম স্টেট সিনেটর শেখ রহমানের সম্মানে এক 'মিট অ্যান্ড গ্রিট' ফান্ড রাইজিং অনুষ্ঠান বক্তারা এসব কথা বলেন।
তারা বলেন, তরুণ প্রজন্মকে রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে এবং বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ পরিচিত সবাইকে ফোন ব্যাংকিং, ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপ, ভাইবারসহ সব ধরনের সামাজিক গণমাধ্যম ব্যবহার করে আমাদের প্রার্থীদের ভোটদানে আহ্বানে জানাতে হবে।
বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ আমাদের নৈতিক দায়িত্ব আপনাদের সমর্থন-সহায়তা করা। আমরা আমাদের বন্ধুবান্ধব আর কমিউনিটিকে সম্পৃক্ত করে আপনাদের উৎসাহিত করতে পারি।
দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে বিমানবন্দরে আটকেপড়া যাত্রীদের আইনি সহায়তাসহ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি কমিনিটির জন্য সোমা মৌনি সাঈদের অবদানের কথা উল্লেখ করে তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই এখন সময় তাকে সহায়তা করা। তারা আগামী ২ নভেম্বরের নির্বাচনে ফোন ব্যাংকিংসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সোমাকে ভোটদানে সবার প্রতি আহ্বান জানান।
বেঙ্গলি হেরাল্ডের প্রধান পরামর্শক অ্যান্থনী পিউস গোমেজের সঞ্চালনায় সামাজিক সংগঠন বাংলাদেশি আমেরিকানস অব গ্রেটার ওয়াশিংটন ডিসি আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে ওবামা প্রশাসনের ফিজিতে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক, আই গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আবু বকর হানিপ, একই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক, বেঙ্গলি হেরাল্ডের চেয়ারম্যান ও সিইও রেদোয়ান চৌধুরী, নারী অধিকার নেত্রী সম্পা বণিক এবং প্রযুক্তিবিদ মিজান চৌধুরী বক্তব্য রাখেন।
মন্তব্য করুন