কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগারিতে দীর্ঘতম ম্যারাথন দৌঁড়ে অংশ নিলেন তিন বাংলাদেশি। 

গত ১৯ সেপ্টেম্বর এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন ‘ফুল ম্যারাথন’ ক্যাটাগরিতে অংশ নেন খোকন সিকদার ও নবাংশু শেখর দাস এবং প্রশান্ত রায়। তাদের মধ্যে খোকন রায় ও শেখর দাস ক্যালগারির স্থায়ী বাসিন্দা।

আয়োজক সূত্রে জানা গেছে, ১৯৬৩ সাল থেকে ক্যালগারিতে শুরু হয় এই ম্যারাথন প্রতিযোগিতা। এবার নবমবারের মতো আয়োজিত হয়েছে আলবার্টা প্রদেশের ‘শ্রেষ্ঠ রোড রেস’।

কিশোর থেকে বৃদ্ধ নানা বয়সের প্রায় সাড়ে ৭ হাজার এই ম্যারাথনের বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়েছেন।ক্যাটাগরিগুলো হল আলট্রা-৫০ কিলোমিটার, ফুল- ৪২.২ কিলোমিটার, হাফ ২১.১ কিলোমিটার।

করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর ম্যারাথন ভার্চুয়ালি আর সরাসরি দুই ফরম্যাটে আয়োজন করা হয়েছে। 

কানাডার প্রভিন্সিয়াল গভর্নমেন্টে কর্মরত স্বাস্থ্যবিজ্ঞানী খোকন চন্দ্র সিকদার বলেন, ‘বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে আমরা তিন বন্ধু প্রথমবারের মতো এই ম্যারাথনে অংশ নিলাম। মাতৃভূমির প্রতি সম্মান জানানোর পাশাপাশি মানুষদের স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উদ্বুদ্ধ করছি আমরা।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জেলা, উপজেলা শহরগুলোতেও দৌঁড় বা সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করা উচিত।স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হলে অল্পতেই অসুস্থ হওয়া, ঘন ঘন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা কমে আসবে।’