- প্রবাস
- অগণতান্ত্রিক আন্দোলন কীভাবে রুখতে হয় আ’লীগ জানে: নানক
অগণতান্ত্রিক আন্দোলন কীভাবে রুখতে হয় আ’লীগ জানে: নানক

জাহাঙ্গীর কবির নানক (ফাইল ছবি)
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ঢাকা দখল করে সরকারের পতন- এটা দিবাস্বপ্নের মতো। অগণতান্ত্রিকভাবে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে, জনগণের জানমালের ক্ষতি করে সরকারের পতন কখনই সম্ভব নয়। বিএনপি জামায়াতের আন্দোলনের অতীত ইতিহাস বাংলার জনগণ জানে। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে একটি গণতান্ত্রিক দল হিসেবে উঠে এসেছে। আওয়ামী লীগ জানে কীভাবে আন্দোলন করতে হয় এবং অগণতান্ত্রিক আন্দোলন কীভাবে রুখতে হয়।
সোমবার রাতে সৌদি আরবের জেদ্দায় একটি হোটেলে জেদ্দা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীমের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত-শিবির যে দলে ঢোকে সে দল কখনই দেশের জন্য সুফল বয়ে আনতে পারে না। নানক বলেন, ৭১ এর দালালরা কখনই এ দেশে তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না। বরং তাদের দেশ থেকে চিরতরে উৎখাত করা হবে।
এখনও একটি কুচক্রি মহল শেখ হাসিনার উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সুসংগঠিত আওয়ামী লীগ ও এ দেশের মানুষ ওই কুচক্রিদের কখনই সফল হতে দেবে না। এ দেশকে উন্নত দেশে রূপান্তর করতে কোনো বাধাই টিকে থাকতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, করোনা মহামারির চলমান সংকটের মধ্যেও প্রবাসীদের আয়ের ধারা অব্যাহত রয়েছে যা সত্যিকার অর্থে অবিশ্বাস্য। প্রতিনিয়ত এ ধারা অব্যাহত রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রবাসীরা। আপনারা হচ্ছেন বাংলাদেশের অক্সিজেন।
জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রানা ও শিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহসভাপতি হোসেন আহমেদ। এতে আরও বক্তব্য রাখেন জেদ্দা যুবলীগের বদরুল আলম সেলিম, জুবায়ের আহমেদ, ফকর উদ্দিন, ঈদ্রিস আলী, আজাদ মোবারক, সৈয়দ শফিউল আলম, খলিলুর রহমান, আব্দুর রাজ্জাক, মাসুদ সেলিম, এরশাদ আহমেদ, শাহ নিজাম উদ্দিন, মসুখ আহমেদ, আলাউদ্দিন আলা, নুরুন্নবী চৌধুরী, মুজিবুর রহমান, আওয়াজ আলী, আবু আলম, জাবেদ, ফারুক আহমেদ, মাহবুব, ইসমাইল, আজিজুর রহমান দিলু প্রমুখ।
মন্তব্য করুন