যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখা। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার শালিমার মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই আলোচন সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি তৌফিক ছোলেমান খান তুহিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক জামিউল ইসলাম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলতানা সোবহান, সাবেক সভাপতি ঢালী মোফাজ্জল হোসেন মফু, সিনিয়র সহ-সভাপতি ফয়জু সোবহান, সহ সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, যুবলীগ উপদেস্টা হাসান রেজা খান, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখা সভাপতি সুবর্ন নন্দী তাপস, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, বঙ্গবন্ধু পরিষদ,ক্যালিফোর্নিয়া শাখা সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ, জালালাবাদ এসোসিয়েশন সভাপতি আবুল হাসনাত রায়হান, সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন রানা প্রমুখ।

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

বিষয় : জেল হত্যা দিবস ক্যালিফোর্নিয়া শালিমার মিলনায়তন

মন্তব্য করুন