যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া বিএনপির আয়োজনে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

স্হানীয় সময় রোববার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস বাংলাদেশ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সাবেক সভাপতি আবদুল বাছেত, সাবেক সভাপতি শামচুজ্জোহা বাবলু, মুক্তিযোদ্ধা আবদুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহিন, সহ-সভাপতি আফজাল শিকদার, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহিন, যুগ্ম-সম্পাদক ফারুক হাওলাদার, যুগ্ম-সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল এবং মহিলা সম্পাদিকা শামসুন নাহার খান লাকি প্রমুখ।